Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। অসুস্থ গবাদি পশু  ও হাঁস-মুরগীর চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান।
২। গবাদি পশু  ও হাঁস-মুরগীর টিকাবীজ সরবরাহ/বিক্রয়।
৩। উন্নত জাতের ঘাসের কাটিং/বীজ সরবরাহ।
৪। গবাদি পশু  ও হাঁস-মুরগী পালন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান।
৫। ক্ষুদ্র ঋন  বিতরণের নিমিত্তে সুফলভোগী নির্বাচন, ঋণ বিতরণ ও ঋণ আদায় ।
৬। ব্যক্তি মালিকানাধীন গবাদি পশু  ও হাঁস-মুরগীর খামার স্থাপনে উদ্বুদ্ধ করন।
৭। মালিকানাধীন খামার এবং ব্যবসা খামার রেজিষ্ট্রশন করনের ব্যবস্থা গ্রহন।
৮। মালিকানাধীন খামার এবং ব্যবসা খামার রেজিষ্ট্রশন করনের ব্যবস্থা গ্রহন
৯। উন্নত জাতের গবাদি পশু ও হাঁস-মুরগীর খামারী/কৃষক কে অনুদান প্রদান ।
১০। রোগাক্রান্ত এলাকা চিহ্নি করন ও প্রয়োজনীয় টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ।
১১। মাঠ পর্যায়ে খামারীদের নিয়ে সমস্যা ভিত্তিক আলোচনা ও সমাধান দেয়।
১২। কৃত্রিম প্রজনন উপকেন্দ্র/পয়েন্টে আনিত গাভী প্রজননের  ব্যবস্থা গ্রহন , গর্ভবতী গাভীর গর্ভ পরীক্ষা করণ।
১৩। নিরাপদ ডিম,দুধ ও মাংস উৎপাদনে মাঠপর্যায় খামার ওব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শ করা।