পলাশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর কার্যক্রম
১। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়নের ফলে খামারী পর্যায়ে অধিক উৎপাদনশীল গাভী এবং ষাড় তৈরী।
২। গবাদি পশু ও হাঁস-মুরগী সংক্রামক রোগ প্রতিরোধ টিকা প্রদান করা।
৩। খামার বা খামারীর পর্যায়ে অসুস্থ গবাদি পশু ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান ।
৪। খামারীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণি সম্পদ বিষয়ক প্রযুক্তি হস্তান্তর করা।
৫। উঠান বৈঠকের মাধ্যমে খামার স্থাপনের জনগণকে উদ্বুদ্ধ করা এবং গবাদি পশু ও হাঁস-মুরগীর রোগ প্রতিরোধে সচেতনাতা বৃদ্ধি করা।
৬। গবাদি পশুর সবুজ ঘাসের চাহিদা পূরণের লক্ষ্যে উন্নত জাতের ঘাসের কাটিং সরবরাহ করা।
৭। গবাদি পশু ও হাঁস-মুরগীর রোগ নির্ণেয়ের জন্য নমুনা সংগ্রহ করে গবেষনাগারে প্রেরণ করা।
৮। গবাদি পশু ও হাঁস-মুরগীর ডিজিজ সার্ভিলেন্সের মাধ্যমে সংক্রামক রোগের প্রাদুর্ভাব বিষয়ে তথ্য সংগ্রহ করা ।
৯।নিরাপদ ডিম,দুধ ও মাংস উৎপাদনের লক্ষ্যে নিয়মিত ডেইরী ও পোল্ট্রি খামার ,হ্যাচারী এবং ফিডমিল পরিদর্শন করা।
১০।জৈব সার , প্রাকৃতিক গ্যাসের সাশ্রয় এবং নিরাপদ পরিবেশ রক্ষাত্রে গবাদি প্রাণির ও পোল্ট্রির বর্জ্য থেকে বায়ু গ্যাস প্লান্ট স্থাপনে খামারীদের উদ্বুদ্ধ করা।
১১। নারীর ক্ষমতায়ন ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে খামারীদের স্বল্প সুদে ঋণ বিতরনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা।
১২। সারাদেশে দুগ্ধ উৎপাদন বৃদ্ধিরলক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগের সহযোগীতায় বিভিন্ন তফসিল ব্যাংকের মাধ্যমে ৫% সুদে গাভীর খামারীদের মাঝে ঋণ বিতরণ করা ।
১৩। সরকারী বিধি মোতাবেক ফিডমিল, ব্রীডার র্ফাম,বিভিন্ন ধরনের বাণিজ্যিক খামার পশুর খাদ্য বিক্রেতার নিবন্ধন প্রদান করা।
১৪।লাইভস্টক ডায়েরি (মোবাইল অ্যাপ),মোবাইল ভেটেরিনারি ক্লিনিক,টেলি লাইভস্টক সার্ভিস এর মাধ্যমে প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন সেবা প্রযুক্তি ও তথ্য জনগণের দোরগোড়ায় পৌছানো।
এক নজরে
পলাশ উপজেলার প্রাণিসম্পদ তথ্যবলীঃ-
উপজেলা ভেটেরিনারি হাসপাল : ০১
কৃত্রিম প্রজনন উপকেন্দ্র : ০১
কৃত্রিম প্রজনন পয়েন্ট : ০১
কৃত্রিম প্রজনন সেবা কেন্দ্র : ০৩
গবাদি পশুর সংখ্যা : ৪৮,৮৩৬
ছাগলের সংখ্যা : ২২,১৪৪
মহিষের সংখ্যা : ৩৮
ভেড়ার সংখ্যা : ৮৭৯
মুরগীর সংখ্যা : ৫১১৫৩৩
হাঁসের সংখ্যা : ৪৯৭৫৮
ডেইরী খামারের সংখ্যা : ৫৮৯
ছাগলের খামারের সংখ্যা : ২৮১
ভেড়ার খামারের সংখ্যা : ২৫
ব্রয়লার খামারের সংখ্যা : ৪১১
লেয়ার খামারের সংখ্যা : ১৭০
হাঁসের খামারের সংখ্যা : ৬৩
কোয়েল খামারের সংখ্যা : ২০
কবুতর খামারের সংখ্যা : ৫৫
র্টাকি খামারের সংখ্যা : ০৩
ঘাস উৎপাদন : ১৭,২৭৩০০কেজি/বৎসর
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS