Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

পলাশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর কার্যক্রম
১। কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়নের  ফলে খামারী পর্যায়ে অধিক উৎপাদনশীল গাভী এবং ষাড় তৈরী।
২। গবাদি পশু  ও হাঁস-মুরগী সংক্রামক রোগ প্রতিরোধ টিকা প্রদান করা।
৩। খামার বা খামারীর পর্যায়ে অসুস্থ গবাদি পশু  ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান ।
৪। খামারীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণি সম্পদ বিষয়ক প্রযুক্তি হস্তান্তর করা।
৫। উঠান বৈঠকের মাধ্যমে খামার স্থাপনের জনগণকে উদ্বুদ্ধ করা এবং গবাদি পশু ও হাঁস-মুরগীর রোগ প্রতিরোধে  সচেতনাতা বৃদ্ধি করা।
৬। গবাদি পশুর সবুজ ঘাসের চাহিদা পূরণের লক্ষ্যে উন্নত জাতের ঘাসের কাটিং সরবরাহ করা।
৭। গবাদি পশু ও হাঁস-মুরগীর রোগ নির্ণেয়ের জন্য নমুনা সংগ্রহ করে গবেষনাগারে প্রেরণ করা।
৮। গবাদি পশু ও হাঁস-মুরগীর ডিজিজ সার্ভিলেন্সের মাধ্যমে সংক্রামক রোগের প্রাদুর্ভাব বিষয়ে তথ্য সংগ্রহ করা ।
৯।নিরাপদ ডিম,দুধ ও মাংস উৎপাদনের লক্ষ্যে নিয়মিত ডেইরী ও পোল্ট্রি খামার ,হ্যাচারী এবং ফিডমিল পরিদর্শন করা।
১০।জৈব সার , প্রাকৃতিক গ্যাসের সাশ্রয় এবং নিরাপদ পরিবেশ রক্ষাত্রে গবাদি প্রাণির ও পোল্ট্রির বর্জ্য থেকে বায়ু  গ্যাস প্লান্ট স্থাপনে খামারীদের  উদ্বুদ্ধ করা।
১১। নারীর ক্ষমতায়ন ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে খামারীদের স্বল্প সুদে ঋণ বিতরনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা।
১২। সারাদেশে দুগ্ধ উৎপাদন বৃদ্ধিরলক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগের সহযোগীতায় বিভিন্ন তফসিল ব্যাংকের মাধ্যমে ৫% সুদে গাভীর খামারীদের মাঝে ঋণ বিতরণ করা ।
১৩। সরকারী বিধি মোতাবেক ফিডমিল, ব্রীডার র্ফাম,বিভিন্ন ধরনের বাণিজ্যিক খামার পশুর খাদ্য বিক্রেতার নিবন্ধন প্রদান করা।
১৪।লাইভস্টক ডায়েরি (মোবাইল অ্যাপ),মোবাইল ভেটেরিনারি ক্লিনিক,টেলি লাইভস্টক সার্ভিস এর মাধ্যমে প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন সেবা প্রযুক্তি ও তথ্য জনগণের দোরগোড়ায় পৌছানো।


এক নজরে
পলাশ উপজেলার প্রাণিসম্পদ তথ্যবলীঃ-
উপজেলা ভেটেরিনারি হাসপাল    :    ০১
কৃত্রিম প্রজনন উপকেন্দ্র    :    ০১
কৃত্রিম প্রজনন পয়েন্ট    :    ০১
কৃত্রিম প্রজনন সেবা কেন্দ্র    :    ০৩
গবাদি পশুর সংখ্যা    :    ৪৮,৮৩৬
ছাগলের সংখ্যা    :    ২২,১৪৪
মহিষের সংখ্যা    :    ৩৮
ভেড়ার সংখ্যা    :    ৮৭৯
মুরগীর সংখ্যা    :    ৫১১৫৩৩
হাঁসের সংখ্যা    :    ৪৯৭৫৮
ডেইরী খামারের সংখ্যা    :    ৫৮৯
ছাগলের খামারের সংখ্যা    :    ২৮১
ভেড়ার খামারের সংখ্যা    :    ২৫
ব্রয়লার খামারের সংখ্যা    :    ৪১১
লেয়ার খামারের সংখ্যা    :    ১৭০
হাঁসের খামারের সংখ্যা    :    ৬৩
কোয়েল খামারের সংখ্যা    :    ২০
কবুতর খামারের সংখ্যা    :    ৫৫
র্টাকি খামারের সংখ্যা    :    ০৩
ঘাস উৎপাদন     :    ১৭,২৭৩০০কেজি/বৎসর