*বিশ্বায়নের এ যুগে মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনের লক্ষ্যে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রতিনিয় কাজ করে যাচ্ছে প্রাণি সম্পদ দপ্তর ।
পলাশ উপজেলার প্রাণিজ আমিষের চাহিদা ও উৎপাদনের তুলনামূলক চিত্রঃ
ক্রমিক নং উৎপাদিত পণ্য প্রতিজন চাহিদা উৎপাদন/প্রাপ্তি উদ্ধৃত/ঘাটতি
১ দুধ প্রতিদিন ২৫০ মিলি ২৩৩ মি.লি ১৭ মি.লি ঘাটতি
২ ডিম বৎসরে ১০৪টি ১০২ টি ২টি ঘাটতি
৩ মাংস প্রতিদিন ১২০ গ্রাম ১৮৩ গ্রাম ৬৩ গ্রাম উদ্ধৃত
*এ ছাড়া ও আমাদের দপ্তর গত অর্থ বছর ২০১৯-২০২০ বছরে মোট ৬৮৮০টি গবাদি প্রাণির কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নে ভূমিকা পালন করছে। এই দপ্তরের মাধ্যমে মোট ২০৩৬৩টি গবাদি প্রাণি ও ৩১৫১২০টি হাঁস মুরগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ ছাড়াও রোগ প্রতিরোধে ১ বছরে ২৫১৮৪ টি গবাদি প্রাণি কে ও ৪০৩২০০টি হাঁস মুরগী কে প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS